About Us
মানে ভালো দামে কম
মানব সেবা বিডি ডট কম।
আমাদের সমাজ ব্যবস্থা এমন যে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কি সামাজিক,কি সংস্কৃতি,কি অর্থনৈতিক কোনখানেই স্থিতাবস্তা বিরাজমান নেই। আর আমাদের প্রাত্যহিক জীবন-যাপনে বাজার ব্যবস্থার কথা বলাই-বাহুল্য,যেখানে প্রতিনিয়ত পণ্যের দাম বাড়তে থাকে। একবার দাম বাড়লে আর কমেনা। পাইকারি পর্যায়ে ১ টাকা বাড়লে খুচরা পর্যায়ে ১০/১৫ টাকা বেড়ে যায়। আবার দৈবক্রমে কখনও যদি পাইকারি পর্যায়ে দাম কমে খুচরা পর্যায়ে তার কোন প্রভাব পড়ে না।
আর আছে সিন্ডিকেট, বাজার ব্যবস্থাপনায় শক্তিশালী অবস্থানে থাকে। যার ফলে কারণে-অকারনে জিনিসপত্রের দাম বেড়ে যায়। চলে দাম বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা।
তদারকির তেমন কোন জোরালো ব্যবস্থা নেই; নেই সরবরাহ সমন্বয়ের ব্যবস্থা। যে যার মত কার্যক্রম চালিয়ে যায়। বেড়ে চলে পণ্যের দাম। বাড়তে বাড়তে চলে যায় জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। আয়-ব্যয় সমন্বয়হীন একটি বৈষম্য মূলক অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় মানুষ মানবেতর জীবন যাপনে বাধ্য হয়।
শিক্ষা-স্বাস্থ্য মহান ও পবিত্র
সেবামূলক সামাজিক কাঠামো। এখানেও আছে বৈষম্য, দুর্নীতি ও স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা। শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট-কোচিং এ আগ্রহ বেশি। সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিসের আগ্রহ বেশি। তাই সাধারণ জনগণ মানসম্পন্ন শিক্ষা-স্বাস্থ্য সহ যে কোন সেবা তার কোনটাই পায়না।
যেকোনো সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে দীর্ঘ লাইনে ভিড় ঠেলে এগিয়ে যেতে হয়। যেখানে সময় লাগার কথা ২/৩ ঘন্টা; সেখানে নষ্ট হয় ২/৩ কর্ম দিবস,যা শ্রমজীবী মানুষের আর্থিক ক্ষতির কারণ। আবার এই সেবাটাই প্রাইভেট পর্যায়ে নিতে গেলে গুনতে হয় মোটা অংকের টাকা। শ্রম-ঘামে কষ্টার্জিত অর্থ আর পকেটে থাকে না। আয় ব্যয় সমন্বয়হীন এমন একটা আর্থিক কাঠামোতে মানুষের জীবন হয়ে উঠে দুর্বিসহ। এ হেন দুর্বিসহ আর্থ-সামাজিক জীবন ব্যবস্থায় স্বস্তি আনয়নে প্রতিষ্ঠিত হয়েছে মানবসেবা।
মানব সেবা “মুনাফা নয় সেবাই লক্ষ্য“
এই মূল মন্ত্রকে সামনে রেখে তার সেবামূলক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় “মানবসেবা অনলাইন” সংযোজনা।